google - গুগল

চ্যাটবট এআই (ChatBot AI) যুক্ত হচ্ছে গুগলে

বিজ্ঞান ও প্রযুক্তি

জায়ান্ট সার্স ইঞ্জিন গুগলে যুক্ত হচ্ছে বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট বিষয়ক (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) চ্যাটবট এআই (ChatBot AI) ফিচার।

চ্যাটবট এআই (ChatBot AI)

ইন্টারনেট দুনিয়া দ্রুত পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে তাল মিলিয়ে এই কাজ করতে যাচ্ছে গুগল। এ কথা বলেছে অ্যালফাবেট অ্যান্ড গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, অনলাইনে সার্চ করার সময় ব্যবহারকারীদেরকে অধিক শক্তি এবং ফ্লেক্সিবিলিটি দেবে এআই।

তিনি বলেন, জনগণ কি গুগলকে প্রশ্ন করতে সক্ষম হবেন এবং লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ভিত্তিক তথ্যের জন্য অনুসন্ধান করতে সক্ষম হবেন?

জবাবে তিনিই বলেন, অবশ্যই। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের (এলএলএম) প্রবক্তা গুগল। এলএলএম মডেল বিপুল পরিমাণ ডাটা থেকে স্বাভাবিক ভাষার টেক্সট তৈরি করতে পারে।

চ্যাটজিপিটি সার্ভিসের মূলে রয়েছে এই প্রযুক্তি। উল্লেখ্য, চ্যাটজিপিটি প্রযুক্তি গত বছর জনগণের জন্য উন্মুক্ত করেছে ওপেনএআই।

ওদিকে মাইক্রোসফট সম্প্রতি তার আপডেটেড সংস্করণ বিং সার্স ইঞ্জিন চালু করেছে। বর্তমানে তা পরিচালিত হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে।