whatsapp image

২ জিবি ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে

বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপ, বিশ্বের অন্যতম জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম। জনপ্রিয়তার শীর্ষে থাকলেও ফাইল শেয়ার করা নিয়ে বরাবরই অভিযোগ ছিল ব্যবহারকারীদের। ১০০ মেগাবাইটের থেকে বড় ফাইল শেয়ার করতে ভোগান্তি পোহাতে হতো ব্যবহারকারীদের।

তবে, খুশির খবর হচ্ছে এবার অ্যাটাচমেন্ট হিসেবে সর্বোচ্চ ২ গিগাবাইট (জিবি) পর্যন্ত ফাইল আদান প্রদান করা যাবে হোয়াটসঅ্যাপে।

গত মাসে হোয়াটসঅ্যাপের মূল কোম্পানি মেটা জানিয়েছে, শিগগিরই আসছে নতুন এই ফিচারগুলো।

মেটা মুখপাত্র ভিসপি ভোপ্তি টেক ওয়েবসাইট ভার্জকে জানিয়েছে, শুধুমাত্র ২ জিবি ফাইল নয় আরও কয়েকটি ফিচার “আপডেট” করছে তারা। যার মধ্যে গ্রুপ চ্যাটে অংশগ্রহণকারীর সংখ্যা ২৫৬ থেকে বাড়িয়ে ৫১২ জনে নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এছাড়াও, মেসেজের প্রতিক্রিয়ায় ইমোজি দিয়ে মনের ভাব প্রকাশেও যুক্ত হচ্ছে নতুন ফিচার।