রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাবি ছাত্রদল Rajshahi University JCD

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

রাজনীতি

সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক শাহরিয়ার হক মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত দুই নেতা হলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও আহসান হাবীব।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, গত ২৮ ডিসেম্বর শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুদ্দিন চৌধুরী সানিনকে তারা মারধর করে। এ বিষয়ে আমরা কেন্দ্রকে জানাই। এরপর কেন্দ্র এ সিদ্ধান্ত নিয়েছে।