Tangail Basaile Upozila Chairman Press conference

বাসাইলে উপজেলা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

বাংলাদেশ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে ভূমিদস্যু ও বালু খেকো কর্তৃক বাসাইল উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কাজী অলিদ ইসলামকে প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের প্রতিবাদে ৮ই মে সোমবার সকাল ১১ টায় মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জানানো হয়, বাসাইল উপজেলার কাশিলে ভূমিদস্যু ও বালু খেকো বিএনপি নেতা কাজী বাদল তার লোক দিয়ে গত ৪ মে উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সেখানে কাজী অলিদের বিরুদ্ধে প্রাননাশের হুমকি সহ বিভিন্ন অপপ্রচার চালানো হয়।

সাংবাদিক সম্মেলনে কাজি অলিদ ইসলাম আরো বলেন, ৩ ফসলি জমি বিনষ্ট করে ‘লেক ভিউ’ নামীয় একটি প্রজক্টের বিরোধিতা করায় তার উপর হামলা হলে দায়ী থাকবেন স্থানীয় এমপি এডভোকেট জোয়াহেরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজি শহিদুল ইসলাম ও বাদল এন্টারপ্রাইজের বাদল মিয়া।

কাশিল ইউনিয়নের ঝিনাই নদী ও সায়ের মৌজা থেকে গত কয়েক মাস যাবৎ অবৈধভাবে কয়েকশ’ একর ৩ ফসলি আবাদি জমির মাটি কেটে চায়না প্রজেক্টে ও বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে কাজী বাদল। প্রকাশ্য বাংলা ড্রেজার ও ভেক্যু দিয়ে ৩ ফসলি আবাদি জমি ২০ থেকে ৩০ ফুট গভীর করে প্রকাশ্যে মাটি বিক্রি করছে যা প্রধানমন্ত্রীর নির্দেশনার সম্পূর্ণ পরিপন্থী। দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের মহোৎসব চললেও প্রশাসন নীরব ভূমিকায় রয়েছে।

সংবাদ সম্মেলন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কাউলজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল গণি হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক সফিউল আরিফিন খানশুর সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ইলিয়াছ জামান বাপ্পি, বাসাইল পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর সাজ্জাদ হোসেন আলাল।

টাঙ্গাইল জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল খানশূর, সদস্য কাজল খান, বাসাইল পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক(সাবেক) জাহাঙ্গীর আলম স্বপন, জসিম খান, কাঞ্চনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি জামাল খান, বাসাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, বাসাইল উপজেলা ছাএলীগের সাবেক আহবায়ক বিপুল, যুগ্ম আহবায়ক নিশাদ খান সহ অন্যরা।