Jessore school going student kidnapped

যশোরে স্কুলের সামনে থেকে ছাত্রকে অপহরণ ও ছুরিকাঘাত

বাংলাদেশ

যশোরে বিদ্যালয়ের সামনে থেকে এক ছাত্রকে উঠিয়ে নিয়ে ছুরিকাহত করেছে সন্ত্রাসীরা। সোমবার (২০ মার্চ ) দুপুর ১টার দিকে শহরের বারান্দী মোল্লাপাড়ায় আইডিয়াল স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইয়ামিন পারভেজ (১৬) ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও একই এলাকার বিপ্লব হোসেনের ছেলে। অবস্থার অবনতি হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুর ১টার দিকে ইয়ামিন পারভেজ স্কুল থেকে বের হয়ে রাস্তায় আসে।

এ সময় মোটরসাইকেলযোগে ২ জন কিশোর সন্ত্রাসী এসে ফিল্মি স্টাইলে ইয়ামিন পারভেজকে অপহরণ করে ঝুমঝুমপুর বর্ডারগার্ড স্কুলের কাছে নিয়ে যায়। সেখানে ইয়ামিনের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করার পর যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্যে চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।