এনটিআর Junior NTR South Actor

অস্কারে রেড কার্পেটে হাঁটবেন দক্ষিণি অভিনেতা জুনিয়র এনটিআর

বিনোদন

আর এক দিন পরই বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাসম্পন্ন আসর অস্কার। এবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটবেন দক্ষিণি অভিনেতা জুনিয়র এনটিআর। পাশে থাকবেন ছবির পরিচালক এসএস রাজামৌলি এবং সহ-অভিনেতা রাম চরণও।

অভিনেতার কথায়, ‘ওই দিন আমরা চলচ্চিত্র জগতের হয়ে নয়, শুধু ভারতীয় হিসেবে বুক ফুলিয়ে হাঁটব। দেশের জন্য গর্ব থাকবে আমার হৃদয়ে। দেশকে হৃদয়ে বহন করব।’ লসঅ্যাঞ্জেলসে পৌঁছেও উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন এনটিআর।

দীপিকা পাড়ুকোনও এই প্রথমবার অস্কারের রেড কার্পেটে হাঁটবেন। বিজয়ীদের হাতে তুলে দেবেন পুরস্কার।

প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা দ্বিতীয় ভারতীয় তারকা যিনি এই সম্মানের অধিকারী হলেন। আপাত প্রস্তুতি পর্বের শেষ দিক। মঞ্চে উঠে রিহার্সাল চলছে।

ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ১২ মার্চ হবে অস্কার বিতরণী অনুষ্ঠান।