শাকিব খান - shakib khan

শাকিব খানের সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’

বিনোদন

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। নিজের দীর্ঘ ক্যারিয়ারে অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। আর বর্তমান সময়ে নানা ঘটনায় খবরের শিরোনামে রয়েছেন শাকিব।

এসবের মধ্যেই দীর্ঘদিন পর শাকিব খানের নতুন সিনেমার টিজার এলো। ‘লিডার আমিই বাংলাদেশ’ শিরোনামের সিনেমার ৫১ সেকেন্ডের একটি টিজার প্রকাশ হয়েছে।

জাতীয় চলচ্চিত্র দিবসে টিজার প্রকাশের জন্য বেছে নেন সিনেমাটির নির্মাতা তপু খান।  টিজারটি শেয়ার করে শাকিব খান ভক্তরা বলছেন, ঈদে এ ছবিটি দেখতে সিনেমা হলে ভিড় জমাবেন তারা।

সেই সঙ্গে জানাচ্ছেন, টিজার দেখে ঈদের খুশি অনুভব করছেন তারা। অ্যাকশনের পাশাপাশি শাকিবের প্রতিবাদী রূপ, বুবলীর নেত্রীসুলভ লুক দৃষ্টি কেড়েছে টিজারে। এ ছাড়া মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমকেও পাওয়া গেছে ভিন্ন লুকে।

নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল ‘লিডার আমিই বাংলাদেশ

আর প্রথম সিনেমা নির্মাণ হিসেবে পরিচালনায় নাম লেখাচ্ছেন তপু খান। গেল ২৬শে ডিসেম্বর চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে আনকাট মুক্তির অনুমতি পায় ছবিটি। ‘লিডার আমিই বাংলাদেশ’ মুক্তি পাবে আসন্ন ঈদে। ছবিটি সর্বোচ্চ হলে মুক্তির তোড়জোড় চলছে।