ক্রিকেটের ফরম্যাট কয়টি বলতে বললে সবাই চোখ বন্ধ করে তিনটি বলে ওঠবে। টেস্ট, ওয়ান ডে, আর টি-টোয়েন্টি তাছাড়া আরও আছে টি-টেন এবং দ্যা হান্ড্রেড । কিন্তু এবার বিভিন্ন ফরম্যাট চালুর ঘোষণা দিল ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। যার নাম ‘দ্যা সিক্সটি’ (The Sixty) আর তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন ক্রিকেট ইউনির্ভাস ক্রিস গেইল।
বাইশ গজের ক্রিকেট মাঠে যে লিগ যত উত্তাপ ছড়ায় সে লিগ তত জনপ্রিয়। সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি,সেই তালিকায় আছে টি-টেন আর দ্যা হান্ড্রেড । আর সর্বশেষ যোগ হতে যাচ্ছে দ্যা সিক্সটি। এ বছরের অগাস্ট মাসে বিশ্বের কাছে নতুন রূপে ধরা দিতে চলেছে ব্যাট-বলের এ লড়াই।
‘দ্যা সিক্সটি’ নামে একটি টুইটার একাউন্ট থেকে ক্রিস গেইল প্রচারণা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। উইন্ডিজ ক্রিকেট বোর্ড ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করবে ।
৬০ বলের এ খেলায়। পুরুষদের মত নারী দলও অংশগ্রহণ করবে। তবে থাকছে বেশ কিছু নতুন নিয়ম। টুইটারে এমনটাই জানিয়েছেন ‘ইউনিভার্স বস’। প্রতিযোগিতায় পুরুষদের মোট ছয়টি দল অংশ নেবে এবং নারী তিনটি দল খেলার সুযোগ পাবে।
গেইল জানিয়েছেন,’ এই ম্যাচটি হবে ছয়টি উইকেটের। ছয়টি উইকেট হারালে অল আউট হয়ে যাবে দল। একটি ইনিংস খেলার জন্য পাওয়া যাবে ৬০ বল। তবে বোলিং রেট স্লো হলে ফিল্ডিং দলের একজন কমে যাবে।
৩০ বল এক প্রান্ত থেকে বল করা হবে, বাকি ৩০ বল অন্য প্রান্ত থেকে বল করা হবে। কোনও দল যদি প্রথম ১২ বলে ২টি ছক্কা মারে তবে এক ওভারের পাওয়ার-প্লে পাওয়া যাবে। সেটা ৩ থেকে ৯ ওভারের মধ্যে নেওয়া যেতে পারে। তবে প্রথম ১২ বলে ২টি ছয় না মারতে পারলে পাওয়ার-প্লে পাওয়া যাবে না। কোন বলে ‘ফ্রি-হিট’ পাওয়া যাবে সেটা অনুরাগীরা অতিরিক্ত রানের জন্যও ভোট দিতে পারেন। এটাকে বলা হবে ‘মিস্ট্রি ফ্রি-হিট’। তাই সেই বলে ব্যাটার আউট হবেন না।