sherpur national jute program

শেরপুরে জাতীয় পাট দিবস পালিত

বাংলাদেশ অর্থনীতি

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি: পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আজ ৬ মার্চ সকালে জেলা প্রশাসক অফিসের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তাদিরুল আহমেদ ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আইয়ুব আলীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

র‍্যালিশেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন পাটজাত পণ্য প্রদর্শন করা হয়।