Bnp leader Aamir Khasru Israel leader Mendi N safadi

বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে মেন্দি সাফাদির ঘনিষ্ঠ যোগাযোগ ফাঁস

রাজনীতি

ইসরাইলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর চিঠি চালাচালিসহ যোগাযোগের তথ্য প্রকাশ্যে এসেছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পেজে ওই চিঠির একটি ছবি প্রকাশ হয়েছে। পোস্টটিতে দাবি করা হয়েছে, এ চিঠি বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা এটি ফাঁস করেছেন।

এতে বলা হয়, ওই চিঠিতে মেন্দি এন সাফাদির প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের পক্ষ থেকে বিএনপির কয়েকজন শীর্ষ নেতাকে ব্যাংককে আমন্ত্রণ করা হয়। এরই জেরে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের ঘনিষ্ঠ দুই কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ আরও দুইজন বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন।

বিএনপির ওই নেতা নিজেকে দেশপ্রেমিক দাবি করে বলেন, আমি খালেদা জিয়ার রাজনীতি করি। তারেক রহমানের নয়। আমি তারেক রহমানের নির্দেশে দেশকে ইসরাইলের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়ায় যুক্ত থাকতে চাই না। যা আমীর খসরুকে জানিয়ে দিয়েছি।

ফাঁস হওয়া ওই চিঠিতে সম্প্রতি গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর ও তারেক রহমানের ঘনিষ্ঠদের সঙ্গে সাফাদির যোগাযোগের বিষয়টিও উঠে আসে।