Sherpur district police conference

শেরপুরে জেলা পুলিশের উদ্যোগে শুরু হচ্ছে জয়বাংলা টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

বাংলাদেশ খেলা

এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা পুলিশের পক্ষ থেকে ‘জয় বাংলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ এর আয়োজন করা হয়েছে। আগামী ১৫ মার্চ শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই টুর্নামেন্ট শুরু হবে। এ উপলক্ষে ১০ মার্চ শুক্রবার দুপুরে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন এবং টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন।

পুলিশ সুপার বলেন, মহান স্বাধীনতার মাস এই অগ্নিঝরা মার্চ। বাঙালির স্বাধীনতা ঘোষণার মাস। আনুষ্ঠানিক সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরুর মাস। পরাধীনতার শৃঙ্খল ভেঙে অধিকার অর্জনের অগ্নিঝরা মাস এই মার্চ। এই মার্চ মাসকে ঘিরে রয়েছে বাঙালির অনেক দুঃসাহসিক ইতিহাস। এই মার্চকে ঘিরে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন। তিনি আরও বলেন, কোন খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব পরিমণ্ডলে চিনে থাকলে সেটি হচ্ছে ক্রিকেট। তাই জেলা পর্যায় থেকে মানসম্মত ক্রিকেটার বের করে আনার লক্ষে এ টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

ওইসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, পাঁচ উপজেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, জেলার ৫ উপজেলা, দুটি পৌরসভা ও জেলা পুলিশের দলসহ মোট ৮টি দল এ টুর্নামেন্টে অংশ নেবে। দলগুলো হচ্ছে শেরপুর জেলা পুলিশ একাদশ, শেরপুর পৌরসভা একাদশ, শেরপুর সদর উপজেলা একাদশ, নকলা উপজেলা একাদশ, নালিতাবাড়ী পৌরসভা একাদশ, নালিতাবাড়ী উপজেলা একাদশ, শ্রীবরদী উপজেলা একাদশ ও ঝিনাইগাতী উপজেলা একাদশ। নক আউট ভিত্তিতে এ খেলা অনুষ্ঠিত হবে।