বুনো আসাদ যশোর - Buno Asad Jashore

যশোরের শীর্ষ সন্ত্রাসী বুনো আসাদ হাসপাতাল থেকেই দিচ্ছে প্রাণনাশের হুমকি

বাংলাদেশ অপরাধ

যশোরের শীর্ষ সন্ত্রাসী বুনো আসাদ হাসপাতাল থেকেই দিচ্ছেন প্রাণে মেরে ফেলার হুমকি। একই সাথে চালিয়ে যাচ্ছেন তাঁর চাঁদাবাজি কার্যক্রম। এই নিয়ে যশোর শহর এলাকায় ব্যাপক তোলপাড় চলছে।

সম্প্রতি গোপন সূত্রে জানা যায়, সন্ত্রাসী বুনো আসাদ গত ০৮ নভেম্বর ২০২২ তারিখে আহত হওয়ার ৫-৬ দিন পরে থেকেই হাসপাতালে বসেই যশোর শহরের বেজপাড়া এলাকার নিরীহ এলাকাবাসীকে তাঁর ব্যবহৃত নিজ মোবাইল ফোন নম্বর (০১৭১৭-০০৯৮৩৮) থেকে দিয়েছেন প্রানে মেরে ফেলার হুমকি। ফোনে তিনি বলেছেন, প্রাণে বাঁচতে চাইলে তাকে দিতে হবে মোটা অঙ্কের চাঁদা।

জানা যায়, গত ১২ নভেম্বর আনুমানিক বিকাল ০৩:০৫ মিনিটে বেজপাড়া বনানী রোডের একজন বাসিন্দাকে (নাম প্রকাশে অনিচ্ছুক) ফোন করে বুনো আসাদ তাঁর ব্যবহৃত নিজ মোবাইল নম্বর থেকে মিথ্যা মামলায় ফাঁসানোর (ঢাকা হাইকোর্টে ) কথা বলে বিভিন্নভাবে চাঁদা দাবি করেন।

আরও জানা যায়, গত ১৩ নভেম্বর আনুমানিক রাত ০৯:২০ মিনিটে বেজপাড়া বনানী রোডের আরেকজন বাসিন্দাকেও (নাম প্রকাশে অনিচ্ছুক) একইভাবে বুনো আসাদ তাঁর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বর থেকে প্রায় ৪-৫ মিনিট ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং পরিবারের সব সদস্যদের প্রাণনাশের হুমকি দেন।

অভিযোগ আছে, হাসপাতালে ভর্তি থেকেও বুনো আসাদ তাঁর সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এভাবেই বিভিন্ন মাধ্যমে বিভিন্ন লোকজনকে দিচ্ছেন প্রাণ নাশের হুমকি। এছাড়া মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন এবং দাবি করছেন চাঁদা। এ ব্যাপারে ভীত হয়ে পড়েছেন সংশ্লিষ্ট  এলাকাবাসী এবং ভুগছেন নিরাপত্তাহীনতায়।

আরও পড়ুনঃ যশোরের কুখ্যাত সন্ত্রাসী বুনো আসাদের অত্যাচারে অতিষ্ঠ মানুষ

জানা যায়, একাধিক মাধ্যমে এলাকাবাসী স্থানীয় পুলিশ-প্রশাসনকে বিষয়টি জানালেও পাচ্ছেন না তেমন কোন সমাধান। এলাকাবাসীর দাবি এই ধরনের ভয়ংকর সন্ত্রাসীর হাত থেকে তারা মুক্তি চান।