জেবা জান্নাত - Jeba jannat

জেবা জান্নাতের শুটিং বন্ধ

বিনোদন

মডেল-অভিনেত্রী জেবা জান্নাতের শুটিং বন্ধ করে দিয়েছেন টিভি নাটক নির্মাতাদের সংগঠন ডিরেক্টর গিল্ডসের নেতারা। গতকাল রাজধানীর ধানমণ্ডির জিগাতলা এলাকায় নাটকের শুটিং করছিলেন জেবা।

এ সময় শুটিংস্থলে উপস্থিত হয়ে শুটিং বন্ধ করে দেয় সংগঠনের কয়েকজন। এই দলে সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগরও ছিলেন।

জেবা জান্নাত বলেন, ডিরেক্টর গিল্ডসের বেশ কজন এসে আমাদের শুটিং বন্ধ করে দেন। তারা এখানে অবস্থান নেন। চার-পাঁচ ঘণ্টা ছিলেন। আমাদের ডিরেক্টর আজিজুল হককেও নিষেধ করেন শুটিং না করতে। আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। আমরা আবার শুটিং করেছি।

জেবা জান্নাত বলেন, অভিনয় শিল্পী সংঘকে বিষয়টি জানিয়েছি। তারা শুটিং চালিয়ে যাওয়ার কথা বলেছেন। অসহযোগিতা ও অসদাচরণের কারণে জেবা জান্নাতকে নিষিদ্ধ করেছে ডিরেক্টরস গিল্ড। গিল্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জেবা জান্নাতকে গত ২০ জুন থেকে নিষিদ্ধ করেছে সংগঠনটি। কিন্তু জেবা শুটিং অব্যাহত রেখেছেন।