Jahangirnagar University (JU) student suicide

“মৃত্যুতে আত্মার কিছু হয় না”- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

ক্যাম্পাস

ফেসবুকে মৃত্যু সম্পর্কিত স্ট্যাটাস দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ‘বি’ ব্লকের ১১৫ নম্বর কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেন সহপাঠীরা।

মৃত সিয়াম মো. আরাফাত বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৪৫তম ব্যাচের (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী এবং মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নীলফামারীর ডোমার উপজেলায়।

সিয়ামের সহপাঠীরা জানান, সিয়ামের কক্ষের সামনে গিয়ে কয়েকবার ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তখন জানালার গ্লাসের ওপরের কাগজ সরালে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তখন দরজা ভেঙে তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক ডা. বীরেন্দ্র কুমার বিশ্বাস বলেন, ‘৭টার দিকে সিয়ামকে চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। তখন আমরা পরীক্ষা করে দেখি, সে আগেই মারা গেছে। যখন তার লাশ পাই, তখন তার গলার মধ্যে রশি গেঁথে ছিল। ফাঁস লেগেই তার মৃত্যু হয়েছে।’

সিয়ামের আত্মহত্যার সঠিক কারণ জানাতে পারেননি কেউ। তবে তার টেবিলে সদগুরু নামের ভারতীয় এক আধ্যাত্মিক গুরুর বইয়ের সন্ধান পাওয়া গেছে। বইটির নাম ‘ডেথ : অ্যা বুক ফর অল দোজ হু শ্যাল ডাই’।

এর আগে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিয়াম ফেসবুকে ‘অন্তিম যাত্রার পথে’ শীর্ষক একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়েছি। এটি একটি স্বর্গীয় মুহূর্ত। বহুদিন থেকে আমি মেডিটেশন করি। আজকেও অন্য দিনের মতো মেডিটেশনে থাকার সময় কেঁপে উঠি। এ অবস্থায় আমি আমার প্রশ্নের উত্তর পাই। আমাদের দেহ মূলত সীমাবদ্ধ কিন্তু আত্মা অসীম। আর আত্মা হচ্ছে শক্তি। মৃত্যুতে আত্মার কিছু হয় না। জীবনের উদ্দেশ্য বুঝতে হলে আগে মৃত্যুকে বরণ করে নিতে হয়। মৃত্যুকে ভয় পাওয়া উচিত নয়। আমি এখন জীবনের স্বাদ আস্বাদন করার জন্য প্রস্তুত। আমি জানি পৃথিবীর সবাই আমার বিরোধিতা করবে।

আরও পড়ুনঃ অতিথি পাখি মুখরিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘আমরা সিয়ামের পরিবারের সঙ্গে কথা বলেছি। নীলফামারী থেকে তার অভিভাবকেরা রওনা দিয়েছেন। পাশাপাশি ঢাকা থেকে তার পরিবারের সদস্যরা আসছেন। তারা আসার পর ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তার কক্ষটি আপাতত সিলগালা করা আছে।’