আলাদা থাকছেন টালিউডের তারকা দম্পতি ইন্দ্রনীল সেনগুপ্ত ও বরখা সেনগুপ্ত। গুঞ্জন উঠেছে অন্য এক অভিনেতা ও প্রযোজকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্তের স্ত্রী বরখা সেনগুপ্ত।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, গত বছর থেকে অভিনেতা-প্রযোজক আশিষ শর্মার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বরখা সেনগুপ্ত। প্রথমে আশিষ-বরখার মাঝে বন্ধুত্ব তৈরি হয়, তারপর তা প্রেমে রূপ নেয়। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কারো সঙ্গে কথা বলতে চান না বরখা।
গত ২০ ফেব্রুয়ারি আশিষ শর্মার জন্মদিন ছিল। এ উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বরখা। বিভিন্ন পার্টিতে একসঙ্গে যোগ দেয়া ও নাচতেও দেখা যায় এই জুটিকে। যদিও বরখা সেনগুপ্ত এখনও তার নামের সঙ্গে স্বামীর উপাধি ব্যবহার করছেন। বরখা সেনগুপ্ত ভারতীয় টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত। ‘রাজনীতি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি।
২০০৮ সালে বরখার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইন্দ্রনীল। ২০১২ সালে তাদের ঘরে আলো করে আসে কন্যা মীরা।