ঝিকরগাছা থানা - Jhikargacha Thana - Jashore

ঝিকরগাছায় ছাত্রীকে মারধরের অভিযোগ পিতার, শিক্ষিকার অস্বীকার

ক্যাম্পাস শিক্ষা

যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী সুরাইয়া জান্নাত আনিশাকে পিটিয়ে আহত করেছেন এক শিক্ষিকা। এ ঘটনায় আহত ছাত্রীর পিতা আব্দুল্লাহ আল মামুন অভিযুক্ত শিক্ষক নাজমা বেগমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা পৌরসভা এলাকার কীর্তিপুর গ্রামের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের মেয়ে সুরাইয়া জান্নাত আনিশা ঝিকরগাছা বিএম হাইস্কুলের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী এবং ওই ক্লাসের মনিটর।

এদিন ইংরেজি ক্লাসের সময় সাপ্তাহিক পরীক্ষার খাতা কেনা বাবদ পেছন থেকে অন্য এক শিক্ষার্থী আনিশাকে ৫টাকা দেয়। আনিশা ঘাড় ফিরিয়ে সেই টাকাটা নেয়। পেছনে ফেরার অপরাধে শ্রেণির ইংরেজি শিক্ষক নাজমা বেগম আনিশাকে বেদম মারধর করেন। এ সময় আনিশা ক্লাসরুমে পরে যায়।

খবর পেয়ে আনিশার পিতা আব্দুল্লাহ আল মামুন স্কুলে এসে তাকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আনিশার হাতের কনুয়ের ওপরে বেশ কয়েকটি এবং হাতের কবজির ওপরে দাগের সৃষ্টি হয়েছে। বর্তমানে আনিশার প্রচণ্ড জ্বর ও শরীরে ব্যথা হয়েছে বলে আনিশার পিতা সোমবার সন্ধ্যায় ঝিকরগাছা প্রেস ক্লাবে এসে সংবাদকর্মীদেরকে জানান।

আনিশার পিতা অমানবিক ভাবে তার মেয়েকে শারীরিক নির্যাতন করার বিষয়টি তদন্ত করে ওই শিক্ষকের শাস্তির দাবি করেছেন তিনি। তবে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক নাজমা বেগম অস্বীকার করে বলেন, এদিন ক্লাসে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।