গৌরীপুর লালগোপালপুর ইউনিয়ন টিসিবি কার্ড

গৌরীপুরের রামগোপালপুর ইউনিয়নে টিসিবি পণ্য সামগ্রী বিতরণ

অর্থনীতি

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২৯ মার্চ )  সকাল থেকে শুরু হয়েছে  টিসিবি পণ্য  বিতরণ।  রামগোপালপুর ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনির উপস্থিতিতে  পরিষদ কার্যালয়ের সামনে  টিসিবির পণ্য বিতরণ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, উক্ত ইউনিয়নের ১৬১২জন কার্ড নারী-পুরুষ টিসিবি পণ্য সামগ্রী  ডাল, তেল, চিনি ও ছোলা নেওয়ার জন্য সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

এ সময় ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল আমিন জনি নিয়ম শৃঙ্খলার কাজে স্থানীয় গ্রাম পুলিশ ও ভলান্টিয়ারদের সার্বক্ষণিক নিযোজিত রেখেছেন।

কয়েকজন টিসিবি কার্ডধারী জানান, ওজনে সঠিক এবং শৃঙ্খলার সাথে তারা মালগুলো গ্রহন করতে পেরেছেন বলে সন্তুষ্ট।