tab distribution among students at tangail basail

টাঙ্গাইলের বাসাইলে কৃতি শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

শিক্ষা

জিয়ারত জুয়েলঃ উপজেলা পরিসংখ্যান কার্যালয় এর উদ্যোগে বুধবার (২৯ মার্চ) উপজেলা পরিষদের হল রুমে টাঙ্গাইলের বাসাইলে কৃতী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।

উপজেলার ২৫টি এমপিওভুক্ত  মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করা ১৫০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে এই ট্যাব প্রদান করা হয়।

২০২১ সালের জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় ক্রয় করা ট্যাবগুলোর মধ্যে প্রয়োজনের অতিরিক্তগুলো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়ক উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে সবুজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিয়ার রহমান খান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক ও কৃতি শিক্ষার্থীবৃন্দ।