Rumel Sardar Sharsha BSL pic

শার্শায় ছাত্রলীগের উদ্যোগে মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ

রাজনীতি

যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রলীগ নেতা মোঃ জাবের রেজওয়ান রুমেলের উদ্যেগে পৃথক দুইটি মাদ্রাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শার্শার লক্ষণপুরের মোহাম্মাদিয়া দারুল কোরআন কওমী মাদ্রাসা ও এতিমখানা এবং বড় মান্দারতলা কাওমীয়া মাদ্রাসায় চাল, ডাল ও সয়াবিন তেল বিতরণ করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, এই এলাকার দুইটি মাদ্রাসায় নতুন প্রতিষ্ঠা করা হয়েছে। মাদ্রাসা দুইটি ব্যক্তি উদ্যেগে প্রতিষ্ঠিত হয়েছে এবং সকলের অনুদানের ভিত্তিতেই চলছে। এমতাবস্থায় শার্শা উপজেলা ছাত্রলীগ তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

Rumel Sardar Sharsha BSL

এ বিষয়ে বাংলানিউজ ইনফোকে শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ জাবের রেজওয়ান রুমেল বলেন, “আমরা শার্শা উপজেলা ছাত্রলীগ পরিবার মনে করি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা আমাদেরই একটা অংশ। জননেত্রী শেখ হাসিনা মনে করে আমাদের এই মাদ্রাসার শিক্ষার্থীরা যদি ছোট কাল থেকে সুশিক্ষা ও সঠিক পথে যেতে ব্যার্থ হয় তাহলে দেখা যায় তারা পরবর্তীতে ধর্মের নামে নানান অপ-রাজনীতিতে জড়িয়ে পড়বে। এজন্য আমরা শার্শা উপজেলা ছাত্রলীগ পরিবার চাই আমাদের এই ছোট্ট কোমলমতি এতিম ভাইয়েরা যেনো বড় হয়ে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারে। এজন্য তাদের প্রতি আমাদের সহযোগিতার হাত সবসময় থাকবে।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা ছাত্রলীগ নেতা আপেল মাহামুদ আকাশ, শাকিরুল আলম প্রিমন, শামিম হোসেন, এস কে শাকিল, সানি, কাইয়ুম, রাকিব সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।