ঝিনাইদহ প্রতিনিধি: ঐতিহাসিক ৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালনের সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ত্রিবেনী মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি পালন করা হয়নি। সকাল থেকে কোনো ছাত্র-শিক্ষকের উপস্থিতি ছিল না। এমনকি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কোনো প্রকার শ্রদ্ধা জানানোও হয়নি। স্কুলের কয়েকজন ছাত্রছাত্রীর কাছে জানতে চাইলে তারা জানায়- আমাদের কিছুই জানানো হয়নি। স্কুল বন্ধ রেখে শুধু পতাকা উত্তোলন করা হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক মোশারফ হোসাইন বলেন, স্কুলের পাশে একটি অনুষ্ঠান চলছে। এ কারণে আমরা ৭ মার্চের অনুষ্ঠান করিনি। রবিবার ১২ মার্চে ঐতিহাসিক ভাষণ দিবসের কর্মসূচি পালন করা হবে। তবে স্কুলে ভাষণ বাজানো হয়েছে বলে তিনি দাবি করলেও এলাকাবাসী বা সংবাদকর্মীরা তা শুনেননি।
এই দিবস অন্যদিন পালন করা যায় কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদত্তোর দিতে পারেননি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহম্মেদ খান বলেন, তারা বিকল্প তারিখে করার সিদ্ধান্ত নিয়েছে বলে শুনেছি, বিস্তারিত জানতে ওই স্কুলের সভাপতির নিকট ফোন দিতে পারেন।
স্কুলের সভাপতি মুক্তার হোসেনের নিকট বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার বলেন, এটা সরকারি নির্দেশনা। কেউ অমান্য করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষয়টি জানালে ব্যবস্থা নেওয়া হবে।