ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক আব্দুল গনি মিলনের ভাই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুল হান্নান (৬০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সামনে। এসময় তিনি বাইসাইকেলে কলারোয়া বাজারে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে একটি যাত্রীবাহী বাস তাকে সামনে থেকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন।
এদিকে বিএনপি নেতা আব্দুল হান্নানের মৃত্যুর খবর পেয়ে মরহুমের বাড়িতে যান ঝিকরগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-আহ্বায়ক ইমরান হাসান সামাদ নিপুনসহ নেতৃবৃন্দ।
আগামীকাল শুক্রবার বাদজুমা হরিদ্রাপোতা স্কুলমাঠে নামাজে জানাজা শেষে ওই গ্রামের পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে এমনটি জানিয়েছেন,নিহতের ভাই বিএনপি নেতা আব্দুল গনি মিলন ।