Bandarban Ruma Upozila Boga Lake Road

বান্দরবানে রুমার বগা লেক সড়কে চান্দের গাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ৬

বাংলাদেশ

বান্দরবানের রুমা উপজেলায় চান্দের গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। উপজেলার বাগা লেক সড়কে আজ সোমবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রুমা থানার ওসি আলমগীর হোসেন এ খবর জানিয়েছেন।

নিহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

জানা গেছে, চান্দের গাড়িটি রুমা বাজার থেকে আজ দুপুরে বগা লেকে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।