gold bar Sharsha Jessore

ভারতে পাচারকালে শার্শায় পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণসহ গ্রেফতার ২

বাংলাদেশ অপরাধ

ভারতে পাচারের সময় যশোরের শার্শার গোড়পাড়া থেকে ৭ কেজি ২৫ গ্রাম ওজনের ৬২টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) দুপুর ৩ টার সময় গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত একজন নাইম হোসেন এবং অপরজন আজহারুল ইসলাম। আসামি ২ জনই শার্শা উপজেলার বাসিন্দা।

নাভারন সার্কেল পুলিশের এডিশনাল এসপি জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২ পিস বার স্বর্ণ বারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা। এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানান তিনি।