amber it internet service Provider

যশোরে “Amber IT” ৩০ mbps ইন্টারনেটের চুক্তি করে দিচ্ছে মাত্র ১ mbps

বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি

যশোরে সম্প্রতি ইন্টারনেট প্রোভাইডাররা এক অভিনব প্রতারণা শুরু করেছে। তারা অধিক গতির ইন্টারনেটের চুক্তি করে বাস্তবে দেয় নামমাত্র গতি।

সাধারণত ব্যাবহারকারীরা অনেকেই তাদের ইন্টারনেটের গতি নিয়মিত পরীক্ষা করে দেখেন না। এই সুযোগ কাজে লাগাচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারগুলো।

Amber IT দেশের জনপ্রিয় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কিন্তু সম্প্রতি যশোরে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ পাওয়া গেছে।

ইতোমধ্যে একজন গ্রাহক ভোক্তা অধিকার অধিদপ্তরে মামলাও করেছেন। ঐ ভোক্তার অভিযোগ, তার কাছ থেকে ৩০ এমবিপিএস ইন্টারনেটের চুক্তিতে প্রতি মাসে ১২০০ টাকা করে নেয়। অথচ তিনি ইন্টারনেটের গতি পান মাত্র ১ থেকে ২ এমবিপিএস। যার মূল্য আসে মাত্র ২০০/৩০০ টাকা।

জানা যায়, সম্প্রতি সরকার ইন্টারনেটের গতি সর্বনিম্ন ৫ এমবিপিএস নির্ধারণ করে দিয়েছে। যার মূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। দেশব্যাপী এই নিয়ম চালুর কথা থাকলেও বাস্তবে ইন্টারনেট প্রোভাইডারগুলো এসব নিয়ম নীতির কোন ধার ধারেন না।

এই অভিযোগের ব্যাপারে জানার জন্য Amber IT কাস্টমার কেয়ারে কয়েকবার চেষ্টা করেও তাদের লাইনটি ব্যাস্ত আছে এই মর্মে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।