আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস - amazon

সম্পদ দানের ঘোষণা দিলেন আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস

আন্তর্জাতিক

নিজের সিংহভাগ সম্পদ দান করে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বাসনা প্রকাশ করেন। তবে কোনো দাতব্য প্রতিষ্ঠানে দান করতে চান তা স্পষ্ট করেননি তিনি। 

সিএনএন জানায়, এর আগে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রকৃতি রক্ষায় ‘আর্থ ফান্ড’ নামের একটি সংস্থায় ১০ বিলিয়ন ডলার দান করেছেন জেফ বেজোস। 

সিএনএনের সাংবাদিক ক্লোয়ে মেলাসের সঙ্গে ওয়াশিংটনের নিজের বাসায় প্রায় ২০ মিনিট কথা বলেন জেফ বেজোস। এ সময় তার সঙ্গে ছিলেন তার বান্ধবী লরেন সানচেজ। দীর্ঘ এই আলোচনায় রাজনৈতিক আলোচনা, সম্ভাব্য অর্থনৈতিক মন্দাসহ নানা পরিকল্পনা নিয়ে কথা বলেন বেজোস। 

বেজোস বলেন, আমার দাবত্য পরিকল্পনা নিয়ে সানচেজের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি এতে অত্যন্ত উচ্ছ্বসিত।