প্রথমবারের মতো সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গতকাল মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি পুত্রসন্তানের জন্ম দেন। ছেলে ও মাহি দুজনই সুস্থ আছেন বলে জানিয়েছেন মাহির ঘনিষ্ঠজন। পূর্বঘোষণা অনুযায়ী মাহির সন্তানের নাম রাখা হয়েছে ফারিশতা।
পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যায় মাহির শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। রাত ১০টায় তাকে হাসপাতালে নেন স্বামী রাকিব সরকার। রাত ১১টা ২০ মিনিটে নবজাতক পৃথিবীর আলো দেখে।
জানা যায়, দুই-এক দিনের মধ্যেই নতুন অতিথিকে নিয়ে বাসায় ফিরবেন এ নায়িকা। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর মাহি রাকিবকে বিয়ে করেন। গত ১২ সেপ্টেম্বর তিনি ফেসবুক স্ট্যাটাসে জানান, মা হতে চলেছেন। এরপর থেকে সিনেমায় অভিনয় কমিয়ে দেন। স্বামীর মতোই রাজনীতিতে সক্রিয় থাকতে চেয়েছেন।
সম্প্রতি পারিবারিক জমি নিয়ে দ্বন্দ্বে পুলিশকে জড়িয়ে ফেসবুক লাইভ করায় তার বিরুদ্ধে মামলা হয়। সৌদি আরবে অবস্থানরত মাহি গত ১৮ মার্চ দেশে ফিরলে তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। তবে অন্তঃসত্ত্বা থাকায় সেদিনই সন্ধ্যায় তাকে জামিন দেন আদালত।