সময়টা খুবই খারাপ যাচ্ছে বলিউড পারফেকশনিস্ট আমির খানের। পরপর তিনটি সিনেমা ফ্লপ হওয়ায় হতাশায় ভুগছেন এই অভিনেতা। সবশেষ তার ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি বক্স অফিসে চরম ব্যর্থ হয়। যদিও সিনেমা হলে ছবিটি ব্যর্থ হলে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের মন জয় করে নেয়। কিন্তু সিনেমাহলের ব্যর্থতায় ভেঙে পড়েছেন আমির খান। তাই এবার অভিনয় থেকে ছুটি চান এই সুপারস্টার।
ভারতীয় গণমাধ্যম জানায়, আপাতত আর অভিনয়ে ফিরবেন না আমির। খানিকটা বিরতি নিচ্ছেন তিনি। দেড় বছরের বিরতি নিতে চান। দিতে চান পরিবারকে সময়। আমির বলেন, আমার ৩৫ বছরের কর্মজীবনে শুধু নিজের কাজকেই প্রাধান্য দিয়ে এসেছি। যারা আমার কাছের মানুষ তাদের প্রতি হয়তো অবিচার করেছি। আমার মন হয় এবার পরিবারেকে সময় দেওয়া উচিত।’
জল্পনা চলছিল, ‘লাল সিং চাড্ডা’র পর ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরবেন আমির। সেই সিনেমার লুকও প্রায় ফাইনাল হয়ে গিয়েছিল। কিন্তু সেটা নাকচ করে দিলেন এই অভিনেতা। তিনি জানান, এতে অভিনয় করবেন না। বরং প্রযোজনা করবেন।
আমির বলেন, ‘চ্যাম্পিয়ন’ সিনেমাটি আমি প্রযোজনা করছি। কারণ, সিনেমার ওপর বিশ্বাস আছে। গল্পটাও বেশ ভালো। দর্শকও সিনেমাহলে ভালো কিছু উপভোগ করতে পারবে।।
স্প্যানিশ সিনেমা ‘চ্যাম্পিয়ন’র হিন্দি রিমেকের প্রযোজক আমির। তবে তিনি কোন সিনেমার মাধ্যমে পর্দায় ফিরবেন সেটি এখনো নিশ্চিত নয়। সেটা জানতে ভক্তদের অপেক্ষায় করতে হবে দেড় বছর।