যশোর সন্ত্রাস Jessore Terrorist jashore

যশোরে জনবহুল সড়কে নারীকে অবচেতন করে ছিনতাই

বাংলাদেশ

যশোর শহরে গৃহবধূ শাহানারা আক্তারকে (৫০) অবচেতন করে গলা থেকে সোনার চেন খুলে নিয়ে গেছে প্রতারকচক্র। সোমবার (২২ মে) বিকেলে জনবহুল জামে মসজিদ লেনে এ ঘটনা ঘটে। পরে ওই গৃহবধূ কোতয়ালি থানায় অভিযোগ করেছেন ।

সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আক্তারুজ্জামানের স্ত্রী শাহানারা আক্তার জানান, বাহাদুরপুরে তাদের সূর্যমুখি নামে একটি স-মিল আছে। বিকেল সাড়ে ৩টার দিকে তিনি কিছু কাপড় কেনার জন্য শহরের বড়বাজারে আসেন।

কেনাকাটা শেষে এইচ এম এম রোডের জব্বার অ্যান্ড সন্সের কাছে পৌঁছালে ‘ভ্রাম্যমাণ বিক্রেতা’ এক যুবক হঠাৎ তার সামনে এসে পাউরুটি কেনার অনুরোধ করতে থাকে। কিন্তু তিনি পাউরুটি কিনতে রাজি না হলেও তার পিছু ছাড়েনি ওই যুবক। এরপর ওই যুবকের সাথে যোগ হয় আরও দুই প্রতারক। এরই মধ্যে তিনি জামে মসজিদ লেনে ঢুকে পড়লে তাকে পাউরুটি কেনার জন্য আরও চাপাচাপি করতে থাকে তারা।

এক পর্যায়ে তারা তার গলা থেকে ১ ভরি ওজনের একটি সোনার চেন খুলে নেয়। তিনি তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও পারেননি। মনে হচ্ছিলো, তাকে কিছু শুকিয়ে দিয়েছে তারা। এ কারণে শব্দ করে কথা বলতে পারেননি। যুবকেরা তার হাতে একটি ব্যাগে ২টি পাউরুটি দিয়ে চলে যায়। তারা চলে যাবার পর তিনি কোতয়ালি থানায় গিয়ে পুলিশের কাছে সবিস্তর খুলে বলেন।

এদিকে কোতয়ালি থানা পুলিশের এসআই তুহিন বাওয়ালী ভুক্তভোগী গৃহবধূর কাছ থেকে সবকিছু শোনার পর তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ জড়িত প্রতারকচক্রের কাউকে আটক করতে পারেনি।