এফ এম সিফাত হাসান, শেরপুর প্রতিনিধি: শেরপুরে আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ মার্চ (সোমবার) রাতে শেরপুর জেলা শহরের কাকলী মার্কেটের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেল থেকে সেই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।
জানা যায়, মৃত মাসুদ মিয়া (৪২) শেরপুরের শ্রীবরদী উপজেলার বাকসাবাইদ গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাসুদ গত ২৫/১/২০২৩ইং তারিখ থেকে শেরপুর শহরের শহীদ বুলবুল সড়কের পার্শ্বে ফ্রিডম আবাসিক হোটেলের ২২নং কক্ষ ভাড়া নিয়ে সেখানে থাকতো।
এদিকে ২০ মার্চ সন্ধ্যায় তার এক আত্মীয় তাকে মোবাইল ফোনে না পেয়ে ওই হোটেলে গিয়ে হোটলে কর্মরত কর্মচারীদের জিজ্ঞাসা করে। পরে তার কক্ষের বাহির থেকে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে সদর থানায় খবর দেওয়া হলে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে ওই কক্ষের দরজা ভেঙ্গে দেখতে পান মাসুদের মৃতদেহ ফ্যানের হুকের সাথে ঝুলে আছে ।
পরে মাসুদের লাশ নামিয়ে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে পুলিশ জানায়, মাসুদের মৃত্যু রহস্য উদঘাটন এবং কি কারণে আত্মহত্যা করেছে তা এখনও জানা যায়নি।
এ বিষয়ে শেরপুর সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।