ঝিকরগাছা থানা - Jhikargacha Thana - Jashore

যশোরের ঝিকরগাছা বিএনপির আরও ২ নেতা আটক

রাজনীতি

যশোরের ঝিকরগাছায় বিএনপির আরও ২ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

আটকরা হলেন উপজেলার ছুটিপুর গ্রামের বাসিন্দা গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাজিদ ও কায়েমকোলা গ্রামের বাসিন্দা মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হোসেন।

সোমবার (২২ মে) বিকেলে নিজ বাড়ি থেকে আব্দুল মাজিদকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এর আগে রোববার রাত ৯টার দিকে কায়েমকোলা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে জাহিদ হোসেনকে আটক করা হয়।

জাহিদ হোসেনকে গত ১১ ফেব্রুয়ারি দেশব্যাপী বিএনপির ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় পুলিশের দায়ের করা কথিত নাশকতামূলক মামলায় আটক দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।