আগামী ১৯শে মে ৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) উক্ত তারিখে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯শে মে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত বছরের ১০ই ডিসেম্বর ৪৫তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। চলে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।
৪৫তম বিসিএসে ক্যাডার পদ রয়েছে মোট ২ হাজার ৩০৯টি। আর নন-ক্যাডার পদ রয়েছে ১ হাজার ২২টি।
এর মধ্যে পুলিশে ৮০টি, কাস্টমসে ৫৪টি, প্রশাসনে ২৭৪টি ক্যাডার পদ রয়েছে। গত বছরের ৩০শে নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।