public service comission psc bcs

১৯শে মে ৪৫তম বিসিএস প্রিলি

ক্যাম্পাস শিক্ষা

আগামী ১৯শে মে ৪৫তম বিসিএস প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) উক্ত তারিখে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৯শে মে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

গত বছরের ১০ই ডিসেম্বর ৪৫তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। চলে ৩১শে ডিসেম্বর পর্যন্ত। এতে আবেদন করেছেন ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী।

৪৫তম বিসিএসে ক্যাডার পদ রয়েছে মোট ২ হাজার ৩০৯টি। আর নন-ক্যাডার পদ রয়েছে ১ হাজার ২২টি।

এর মধ্যে পুলিশে ৮০টি, কাস্টমসে ৫৪টি, প্রশাসনে ২৭৪টি ক্যাডার পদ রয়েছে। গত বছরের ৩০শে নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।