২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। গতদিনের তুলনায় এ সংখ্যা কমেছে। অন্যদিকে একই সময়ে ৮৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণের দিক থেকেও এ সংখ্যা কিছুটা বেড়েছে।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭ জনে। অন্যদিকে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৩ হাজার ৫৭৭ জনে।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনাক্তের হার ৩ দশমিক ৬৫ শতাংশে দাঁড়িয়েছে।
অন্যদিকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৭৬ জন। মোট সুস্থ ১৮ লাখ ১৪ হাজার ৬৬৫ জন। এই ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬০৫ জনের। এর আগে শনিবার (২৭ ফেব্রুয়ারি) দেশে করোনাভাইরাসে আরও ৯ জনের মৃত্যু হয়েছিল। এ ছাড়া রোগী শনাক্ত হয়েছিলেন আরও ৮৬৪ জন।