RAB raid - অভিযান

দুই হাসপাতালে র‍্যাবের অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

বাংলাদেশ অপরাধ

মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট ব্যবহারসহ নানা অব্যবস্থাপনার কারণে গাজীপুরের শ্রীপুরের দুটি প্রাইভেট হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা র‍্যাবের অভিযানে শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতাল ও লাইফ কেয়ার হসপিটালকে জরিমানা করা হয়। র‍্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাদির শাহ এ ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, আল হেরা হাসপাতালের অপারেশন থিয়েটারে ৪টি মেয়াদোত্তীর্ণ ইটি টিউব (চেতনানাশ করার কাজে ব্যবহৃত), ১টি ফিডিং টিউব (বিকল্প উপায়ে নাক দিয়ে খাওয়ানোর বিশেষ নল) এবং বিশেষজ্ঞ চিকিৎসক বা এমবিবিএস চিকিৎসকের স্বাক্ষরবিহীন প্যাথলজি টেস্ট রিপোর্ট পাওয়া যায়।

অপরদিকে, লাইফ কেয়ার হসপিটালের মেয়াদোত্তীর্ণ হওয়া লাইসেন্স, ল্যাবের ফ্রিজে মেয়াদোত্তীর্ন লিপিড প্রোফাইল টেস্ট রি-এজেন্ট এবং সেইসাথে বিশেষজ্ঞ চিকিৎসক বা এমবিবিএস চিকিৎসকের স্বাক্ষর ছাড়া চারটি প্যাথলজি রিপোর্টও পাওয়া যায়। এছাড়া দেখা যায়নি বর্জ্য ব্যবস্থাপনার যথাযথ কোনো চিত্রও। 

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা অনুযায়ী আল হেরা হাসপাতালকে ৫০ হাজার ও লাইফ কেয়ার হসপিটালকে ১লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিক জরিমানার অর্থ পরিশোধ করে হাসপাতাল কর্তৃপক্ষ।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, র‍্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মাজহারুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মেডিকেল অফিসার মো. আশরাফুল ইসলামসহ র‍্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের র‍্যাব সদস্যরা।