Hamsa Nandini - হামসা নন্দিনী

ক্যানসারে আক্রান্ত তেলেগু অভিনেত্রী হামসা নন্দিনী

বিনোদন

ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী হামসা নন্দিনী ক্যানসারে আক্রান্ত। সেটা আছে তৃতীয় ধাপে। সোমবার (২০ ডিসেম্বর) ইনস্টাগ্রামে ছবি আপলোড করে স্তন ক্যানসারের তথ্যটি প্রকাশ্যে এনেছেন এ অভিনেত্রী।

সে ছতিতে চেনাই যাচ্ছে না অভিনেত্রী। সাদাকালো ছবিতে মাথায় চুল নেই। মলিন মুখ। কেমোথেরাপির জন্যই তার এই হাল। তবে এই পরিবর্তনকে সাদরে গ্রহণ করে নিয়েছেন হামসা। হামসা জানান, ইতিমধ্যে ৯টি কেমো নিয়েছেন। বাকি আরও ৭টি।

১৮ বছর আগে মাকে হারান এ অভিনেত্রী। তখন তার মায়ের বয়স ছিল ৪০ বছর। মৃত্যুর কারণ, সেই একই রোগ, স্তন ক্যানসার। তবুও ক্যানসারের ছায়ায় নিজেকে ঢেকে ফেলতে চান না অভিনেত্রী। চিকিৎসা আর মানসিক জোরে ফিরে আসতে চান জীবনে।

অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বেশি ছড়ায়নি ক্যানসার।