Lady murder at Hatirjheel

হাতিরঝিল লেকে ভেসে উঠলো নারীর লাশ

বাংলাদেশ অপরাধ

রাজধানীর হাতিরঝিল লেক থেকে আসমা বেগম (৫০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে হাতিরঝিল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

পুলিশ বলছে, তাকে হত্যা করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার রহস্য উদঘাটন করা হবে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, শুক্রবার বেলা ১১টার পর হাতিরঝিলে লাশ সদৃশ কিছু একটা ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লাশের পরিচয় মেলে। তার নাম আসমা বেগম, বাড়ি লালমনিরহাটের আদিতমারী গোবর্ধন এলাকায়।

কেউ হত্যা করে ফেলে দিয়েছে কি না তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। লাশটি ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান হাতিরঝিল থানার ওসি।