habiganj truck auto rickshaw accident

হবিগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত- ৬

বাংলাদেশ

হ‌বিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। 

আজ সোমবার (১৬ আগস্ট) সকাল পৌনে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর গেটসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে অলিপুরগামী অটোরিকশার সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ ছয় আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাঁদের মধ্যে দুজন নারী ও চারজন পুরুষ।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ছয়জনের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।