স্নাতক মানে কি পাস এটা জানার আগ্রহ অনেকের মধ্যেই আছে। “স্নাতক” শব্দটি অনেক বহুল ব্যবহৃত একটি শব্দ যেটা প্রায়ই কাউকে না কাউকে বলতে শোনা যায়। অথচ অনেকেই জানেন এই স্নাতক মানে কি। এই আর্টিকেলে স্নাতক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে।
স্নাতক মানে কি পাস?
স্নাতক মানে অনার্স (সম্মান) পাস। অর্থাৎ যে কোন একটি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স (সম্মান) পাশ করলে তাকে স্নাতক বলা হয়। স্নাতকের ইংরেজি শব্দ গ্রাজুয়েট। অন্যদিকে যিনি মাস্টার্স পাশ করেন তাকে বলা হয় স্নাতকোত্তর পাস। স্নাতকোত্তর এর ইংরেজি শব্দ পোস্ট গ্রাজুয়েট।
প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার জন্য ভর্তি হতে হয়। বাংলাদেশে সাধারণত চার বছর মেয়াদি অনার্স (সম্মান) ডিগ্রী আছে। যিনি এই অনার্স ডিগ্রী অর্জন করবেন তাকে স্নাতক বা গ্রাজুয়েট বলা হয়।
বাংলাদেশে সাধারণত মাস্টার্স এক বছরের জন্য। যিনি এই এক বছর মেয়াদী মাস্টার্স পাশ করেন তাকে স্নাতকোত্তর বলা হয়।
মাস্টার্স পাশ করার পরে কেউ যদি আরো উচ্চ শিক্ষার জন্য পড়াশোনা করতে চান তাহলে তাকে পিএইচডি ডিগ্রির জন্য পড়তে হবে। যিনি এই পিএইচডি ডিগ্রী অর্জন করবেন তাকে বলা হয় ডক্টরেট।
আপনারা একটু খেয়াল করলে দেখবেন ডাক্তার না হয়েও অনেকেই তাদের নামের পূর্বে ডক্টর (ড:) শব্দটি লিখেন। এই ডক্টর (ড:) শব্দটি আসলে পিএইচডি ডিগ্রিধারীদের জন্য। এটাকে বলা হয় ডক্টরেট ডিগ্রি৷ যেমন: ডঃ মুহাম্মদ ইউনুস একজন পিএইচডি ডিগ্রিধারী। এজন্য তিনি নামের পূর্বে ডক্টর (ডঃ) শব্দটি ব্যবহার করেন।
বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স (স্নাতক) এবং মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি নেওয়া যায়। কিছু বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামও চালু আছে।
স্নাতক মানে কি আমরা এই পোস্টে বিস্তারিত জানলাম। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে গুগল থেকে অন্যান্য আর্টিকেল গুলো পড়তে পারেন।