প্রতিবারের মতো এবার ঈদেও নানারকম অনুষ্ঠানের আয়োজন করছে টেলিভিশন চ্যানেলগুলো। আসছে ঈদুল ফিতর উপলক্ষে শাকিব খানের পাঁচটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে বেসরকারি টেলিভিশন চ্যানলে বাংলা টিভিতে। সিনেমগুলো প্রচারতি হবে দুপুর ২টা ও রাত ১০টা ৩০ মিনিটে।
ঈদের দিন প্রচারিত হবে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘সুপার হিরো’। পরিচালনায় আশিকুর রহমান।
ঈদের দ্বিতীয় দিন প্রচারিত হবে শাকিব খান বুবলী অভিনীত সিনেমা ‘ক্যাপ্টেন খান’, পরিচালনায় ওয়াজেদ আলী সুমন।
ঈদের তৃতীয় দিন প্রচারিত হবে শাকিব খান বুবলী অভিনীত সিনেমা ‘চিটাগাইংগ্যা পোয়া, নোয়াখাইল্লা মাইয়া’, পরিচালনায় উত্তম আকাশ।
ঈদের ষষ্ঠ দিন প্রচারিত হবে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘রংবাজ’, পরিচালনায় আব্দুল মান্নান।
ঈদের সপ্তম দিন প্রচারিত হবে শাকিব খান ও বুবলী অভিনীত সিনেমা ‘অহংকার’, পরিচালনায় শাহাদাত হোসেন লিটন।
এছাড়া এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা। এসএ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমায় শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো দেখা যাবে পূজা চেরীকে। অন্যদিকে শাহীন সুমনের ‘বিদ্রোহী’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী।