বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার বিকালে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হলো।
এর সঙ্গে নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপগ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আলী ইমতিয়াজ সোহান ও সহ সম্পাদক ওয়াসিম আকরামের কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সশরীরে ক্যাম্পাসে উপস্থিত থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।
এর আগে ২০১৭ সালের ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আবু মোন্নাফ আল কিবরিয়াকে (তুষার) সভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মো. কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে ১ বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ প্রায় পাঁচ বছর পরে কমিটির বিলুপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতারা।