Rezwanul Haque Chowdhury Shovon BSL president - রেজওয়ানুল হক চৌধুরী শোভন

ছাত্রলীগের সাবেক সভাপতি রেজোয়ানুল হক চৌধুরী শোভন বিয়ে করেছেন

রাজনীতি

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন বিয়ে করেছেন। শোভন এবং নববধূ তোহফা সাদিক বিথির হাস্যোজ্জ্বল যৌথ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

যার কমেন্ট বক্সজুড়ে ভক্ত-অনুসারীদের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা ছাত্রলীগের এই নেতার নবজীবনের সূচনায় তৈরি করেছে ভিন্নমাত্রা। 

ছবিতে দেখা গেছে, বরের সাজে সজ্জিত হাস্যোজ্জ্বল শোভন। পাশে বধূর সাজে সজ্জিত তোহফা সাদিয়া বিথি।

নতুন জীবনের সূচনা লগ্নে দুজনারই চোখে নতুন স্বপ্ন। যা ভক্ত ও অনুসারীদের ছুঁয়ে যাচ্ছে সহজে।

জানা যায়, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে ছিলেন দু’জন। আর এই সম্পর্কের জের ধরেই বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ঘরোয়াভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন দুই পরিবার।

বিয়ের বিষয়টি নিশ্চিত করে শোভনের বাবা ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরন্নবী চৌধুরী খোকন জানান, ৫ লাখ ১ হাজার টাকা দেন-মোহরানা নির্ধারণপূর্বক তাদের বিয়ে সম্পাদন করা হয়।

এ বিয়ের কাজী হিসেবে নিযুক্ত ছিলেন সোনাহাট ইউনিয়নের কাজি মো. আব্দুল মান্নান। ঘরোয়াভাবে দুই পক্ষের সম্মতিতে বিয়ে হয়েছে। তবে বৌভাতসহ বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা পরে করা হবে।

তিনি আরও জানান, শোভনের স্ত্রী তোহফা সাদিয়া বিথি ভূরুঙ্গামারী উপজেলার শালঝোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন।

এর আগে, ২০১৯ সালে সভাপতির দায়িত্ব পালনকালে তার বিয়ের গুঞ্জন ওঠে। সামাজিক মাধ্যমে একজন নারীর সাথে তার ছবি শেয়ার দিয়ে শোভনকে বিবাহিত দাবি করে ছাত্রলীগের একটি অংশ।

সে সময় তিনি তা অস্বীকার করেন এবং বিয়ে করলে সবাইকে জানিয়ে করবেন বলে গণমাধ্যমকে জানান। অবশেষে সেই নারীকেই বিয়ে করলেন তিনি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩১ জুলাই দুই বছর মেয়াদি কেন্দ্রীয় নির্বাহী সংসদকে নেতৃত্ব দেয়ার জন্য তিনি সভাপতি নির্বাচিত হন।

কিন্তু এক বছর গড়াতেই অভিযোগ ও অনিয়মের কারণে তাকে সরে যেতে হয়।

তিনি শোভন মনোযোগ দিয়েছেন ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত কুড়িগ্রাম-১ আসনের রাজনীতিতে।

শোভন নিজ এলাকার মানুষের পাশে থেকে সেবা দিচ্ছেন। করোনাকালে বিলিয়েছেন মাস্ক, স্যানিটাইজার। দেশজুড়ে বন্যা দেখা দিলে ত্রাণ নিয়ে গেছেন এলাকার মানুষের কাছে।