পারিবারিক কলহের জেরে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে তার স্বামী হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছেন নোবেল। পরবর্তীতে নোবেলের বন্ধু ফরহাদ লাশ গুম করে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেল আড়াইটার দিকে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন সরদার এসব কথা বলেন।
এসপি মারুফ বলেন, ঘটনার পর আমরা রাইমা ইসলাম শিমুর স্বামী নোবেল ও স্বামীর বন্ধু ফরহাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের সংশ্লিষ্টতা প্রতীয়মান হলে তাদের গ্রেফতার করা হয়।
এসপি বলেন বলেন, দীর্ঘদিন ধরে পারিবারিক ও দাম্পত্য জীবনে কলহ থাকায় শিমুকে হত্যা করেছে বলে নোবেল পুলিশের কাছে স্বীকার করেছে। এছাড়া লাশ গুমের জন্য সে বন্ধু ফরহাদের সহযোগিতা নেয়। তদন্তের স্বার্থে বিস্তারিত বলা যাবে না বলে জানিয়েছেন তিনি।
গতকাল সোমবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকায় রাস্তার পাশ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর লাশ উদ্ধার করা হয়। লাশটি বস্তায় ভরে ফেলে রাখা হয়েছিল।