যশোরে বান্ধবীর সামনে যুবক ছুরিকাহত

যশোরে বান্ধবীর সামনে যুবক ছুরিকাহত

অপরাধ বাংলাদেশ

যশোরে বান্ধবীর সামনে নাসিম হোসেন (২৬) নামে এক যুবককে ছুরিকাঘাতে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরতলির নিউমার্কেট এলাকার রওশন আলীর ছেলে।

আহতের মেয়ে বন্ধু কণা জানান, মঙ্গলবার রাত সাতটার দিকে তিনি ও তার বন্ধু নাসিম শহরের চিত্রা মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলেন। ওই সময় একদল যুবক নাসিমকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের ডাক্তার তন্ময় দাস জানান, আহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে রেফার করা হয়।