একটা মেয়ে যতই শিক্ষিত, স্মার্ট আর মডার্ন হোক না কেন দিনশেষে বিয়ের পর ঠিকি এডজাস্ট করতে জানে। নিজের সংসারও গুছিয়ে করতে পারে।
আবার একটা এসএসসি পাশ করুয়া মেয়েও বিয়ের পর সুন্দর মতো এডজাস্ট করে থাকে। পার্থক্য শুধু একটাই একজন তার সাথে হওয়া কোনো অন্যায় আবদার মেনে নিবে না। প্রতিবাদ করবে যেটা আমাদের সমাজের চোখে এডজাস্টমেন্টের বিরোধী।
আর অন্যজন নিজের অনেক ইচ্ছা আকাঙ্খা থাকা সত্ত্বেও সেগুলোকে বিসর্জন দিবে। তাহলেই না ভাল মেয়ে ভাল বউ হওয়া যাবে। এগুলাই তো পারফেক্ট এডজাস্টমেন্ট।
আমাদের সমাজ কিন্তু ২য় মেয়েটাকেই বেশি প্রিফার করবে। তাঁরা ধরেই নেয় যে মেয়ে বেশি মডার্ন সে আর যাই করুক সংসার করতে পারবে না।
এইজন্য আমাদের সমাজের একদল ছেলেপেলে আর পরিবার একটু কম শিক্ষিত আর ঠান্ডা স্বভাবের বউ চায়। কারণ অন্যথায় এডজাস্টমেন্টে প্রবলেম হবে।
আবার আরেকদল শিক্ষিত মেয়েই বিয়ে করতে চাইবে কিন্তু জব করতে দিবে না। এই নিয়ে নানান সমস্যা। সমাজ কিন্তু মেয়েকেই দোষারোপ করবে যে সে এডজাস্ট করতে পারে না।
আমি এইটা বুঝি না মেয়েদেরকে মা বাবা পড়াশোনা কেন করায়? শুধু ভাল বিয়ে দিবে বলে? নাকি সেও যাতে পরিবার আর সমাজের পাশে দাঁড়াতে পারে সেইজন্য?
অধিকাংশের ধারণা, ঘরের বউ! তাঁর তো ঘরেই থাকা উচিত বাইরে কেন যাবে?
তানিয়া আক্তার চৈতী
শিক্ষার্থী, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
বিশেষ ঘোষণাঃ
আপনার লেখা কলাম, ছোটগল্প, জীবনের না বলা গল্প শেয়ার করুন সবার সাথে। পত্রিকায় প্রকাশের জন্য যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে:
https://www.facebook.com/banglanewsinfo.official