ভালোবাসার গান - valobasar gaan - love songs

ভালোবাসা দিবসের গান

বিনোদন

ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অডিও পাড়া সরগরম থাকত। এখন তা নেই বললেই চলে। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ হয়েছে হাবিব ওয়াহিদের গান ‘এই পথ চাওয়া’। মোহসীন মেহেদির কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। গানটি প্রকাশ করা হয়েছে স্বাধীন মিউজিকের ব্যানারে। 

জি সিরিজ থেকে এসেছে কামরুজ্জামান রাব্বির ‘নয়নজলে ভাসি’, নাসির নিলয়ের ‘তুই আসিস’। নিজের ইউটিউব চ্যানেলে সঙ্গীতশিল্পী সানিয়া সুলতানা লিজার নতুন মৌলিক গান ‘চাই তোমায়’ প্রকাশ পেয়েছে। গানটি লিখেছেন শিমুল এবং সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ

প্রতীক হাসান নিয়ে আসছেন ভ্যালেন্টাইন সং। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন শামিম মাহমুদ। এসবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পাচ্ছে কণ্ঠশিল্পী সাবরিনা বশিরের ‘প্রেমের দেশে’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও। রোমান্টিক ধাঁচের গানটিতে সাবরিনা বশিরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন আরেফিন আকাশ। 

সাউন্ডটেকের ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ইমরানের ‘প্রেম’ গানটি। তারেক আনন্দের কথায় ইমরানের গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন এমএমপি রনি।

সিডি চয়েজের ব্যানারে ‘মনের ঘর’ শিরোনামে আরও একটি নতুন গান আসছে ইমরানের। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন ইমরান নিজেই।