দীর্ঘ ১৩ ঘন্টা পর বুড়িগঙ্গায় ডুবে যাওয়া লঞ্চ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জানা যায় উদ্ধারকৃত ব্যক্তির নাম সুমন বেপারী তিনি রাজধানীর সদরঘাটে ফলের ব্যবসা করেন। তিনি ১৩ ঘন্টা ধরে পানির তলদেশে ডুবে যাওয়া লঞ্চটিতে ছিলেন।
উদ্ধার হওয়া ব্যক্তির স্বজনদের দাবি, তিনি সকাল থেকে নিখোঁজ ছিলেন। তারপরও লঞ্চ ডুবির ঘটনা ঘটলে তারা ঢাকার হাসপাতালে খোঁজ নেন, কিন্তু সেখানেও তারা তাকে খুঁজে পাননি।
উদ্ধারকৃত সুমন ব্যাপারীর বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুরে।
উল্লেখ্য, বুড়িগঙ্গা নদীতে প্রায় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে যায় ২৯ জুন সোমবার সকাল আনুমানিক নয়টার দিকে। ডুবে যাওয়া এমএল মর্নিং বার্ড নামের লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি এলাকা থেকে সদরঘাটের উদ্দেশে রওনা হয়।
কিন্তু সদরঘাটের কাছেই ফরাশগঞ্জ ঘাট এলাকায় নদীতে এই লঞ্চটি ডুবে যায়। ঢাকা সদরঘাট থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া ময়ুর ২ লঞ্চটি ফরাশগঞ্জ ঘাটের কাছে পৌঁছালে এমএল মর্নিং বার্ডকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লঞ্চটি ডুবে যায়।
জানা গেছে, এই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।