BPL - Bangladesh Premier League

বিপিএল শুরু ২১ জানুয়ারি

খেলা

চূড়ান্ত হয়েছে বিপিএলের অষ্টম আসরের অংশ নিতে যাওয়া ছয় দলের মালিকানা। প্লেয়ার্স ড্রাফট (২৭ ডিসেম্বর) আর আসর শুরুর দিনক্ষণও (২১ জানুয়ারি) চূড়ান্ত। তবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার জমকালো উদ্বোধন অনুষ্ঠান থাকবে কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি কর্তৃপক্ষ।

এই বিষয়টা ঝুলে থাকলেও একটা বিষয় চূড়ান্ত বলেই জানালেন বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক- চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ১ কোটি টাকা, রানার্সআপ দল পাবে ৫০ লাখ।

শুধু এই বছরের জন্যই বিপিএলের দলগুলোর স্বত্ব বিক্রি করছে বিসিবি। একটি দলের মালিকানা পেতে ফ্র্যাঞ্চাইজিকে গুনতে হবে ১ কোটি টাকা। ড্রাফট থেকে খেলোয়াড় নেওয়া এবং কোচ আর সাপোর্ট স্টাফের জন্য আরও ৪ কোটি টাকা আয়োজকদের কাছে জমা রাখতে হবে তাদের।

ড্রাফটের বাইরে থেকে একজন দেশি এবং তিনজন বিদেশি ক্রিকেটার নেওয়ার যে সুযোগ রাখা হয়েছে, দলের শক্তি বাড়াতে সেই সুযোগের ব্যবহার করতে বাড়তি আরও কয়েক কোটি টাকা খরচ হবে। এত এত খরচ করার পর যে দলটি চ্যাম্পিয়ন হবে, তারা পাবে ১ কোটি টাকা!

হিসাবটা এখানে আটকে থাকলে কোনো ফ্র্যাঞ্চাইজিই বিপিএলের দল পেতে আগ্রহী হতো না। মোটা অঙ্কে টিম স্পন্সরশিপ বিক্রি হয় বিপিএলের দলগুলোর। সে কারণেই এবারের ছয় দলের জন্য আগ্রহ দেখিয়েছিল আট ফ্র্যাঞ্চাইজি।

এদের মধ্যে ফরচুন গ্রুপ পেয়েছে বরিশাল, আখতার গ্রুপ চট্টগ্রাম, কুমিল্লা লিজেন্ডস কুমিল্লা, রূপা ফেব্রিক্স ঢাকা, মাইন্ড ট্রি খুলনা আর প্রগতি গ্রিন পেয়েছে সিলেট দলের মালিকানা।

এবারের বিপিএল হবে তিনটি শহরে- ঢাকা, চট্টগ্রাম আর সিলেটে।