নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী-মডেল বিদ্যা সিনহা মিম। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে নিজ ধর্মরীতি মেনে প্রেমিক সনি পোদ্দারের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই তারকা।
এর আগে সোমবার (৩ জানুয়ারি) মিম ও সনির গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এতে দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রেমের পর আজ পূর্ণতা পেল মিম-সনির জীবনের। বিয়েতে মিম শোবিজের ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক ও শিল্পীদের উপস্থিত হবার দৃশ্য ইতোমধ্যে সামনে এসেছে।
বেশ কয়েক মাস ধরে মিমের বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। শুরুতে বিষয়টি অস্বীকার করেন এই অভিনেত্রী। পরে অবশ্য নিজেই বিয়ের খবর দেন সবাইকে। গত ১০ নভেম্বর নিজের জন্মদিনে বাগদান সেরে সামাজিক মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেন এই নায়িকা।
বিদ্যা সিনহা মিম তখন বলেন, তার হবু বর সনি পোদ্দার একজন ব্যাংক কর্মকর্তা। সনির প্রেমে গলে গেছেন তিনি। ৬ বছরের সম্পর্ক তাদের। এক সময় সনি তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন। তার ভালোবাসা ফেরাতে না পেরেই বিয়ের সিদ্ধান্ত।
বর্তমানে মিমের হাতে রয়েছে আবু রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’, রায়হান রাফীর ‘ইত্তেফাক’, দীপঙ্কর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমার কাজ। আর মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমা।