চলন্ত বাসে এক নারীকে হেনস্তা করার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে ওই দুই শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার (৭ মে) দুপুরে বাবুবাজার সেতুর ওপর এই ঘটনা ঘটে। ইতোমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
হামলার শিকার দুই শিক্ষার্থী হলেন, হাজী মুহম্মদ মুহসীন হলের সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী জহির রায়হান এবং বঙ্গবন্ধু হলের ইংরেজি বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবুবকর।
এক বাসযাত্রী বলেন, প্রথমে ওই ছেলেটা (অভিযুক্ত ব্যক্তি) একজন বয়স্ক লোকের সঙ্গে গণ্ডগোল করে এবং বয়স্ক লোকটাকে মারে। তখন কেউ কিছু বলেনি। এরপর যখন ছেলেটা একটা মেয়ের গায়ে হাত দেয় তখন সামনের দুই জন প্রতিবাদ করে। এর প্রেক্ষিতে বাস কেরাণীগঞ্জে আসলে তাদের ওপর হামলা করা হয়।
আরেকজন নারী বাসযাত্রী বলেন, বাসের মধ্যে নারীদের সাথে তিন চারজন ছেলে খুব ঝামেলা করছিলো। কথাকাটাকাটির এক পর্যায়ে তারা নারীদের গায়ে হাত দেওয়া শুরু করে।
এসময় বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রতিবাদ করে। এরপর বাবুবাজার ব্রিজে বাস থামিয়ে ১৫-১৬ জন ছেলে এসে তাদের মারধর করে।
হামলার শিক্ষার্থী জহির রায়হান মোবাইল ফোনে সময়ের আলোকে জানান, ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে যাওয়ার উদ্দেশ্যে মাওয়া থেকে তারা দুই বন্ধু বিআরটিসি বাসে উঠেন। বাসের সিটে বসাকে কেন্দ্র করে জয় নামের এক ব্যক্তি একটি পরিবারের সাথে ঝগড়া করেন। একপর্যায় নারীকে হেনস্তা করতে দেখে তারা প্রতিবাদ করায় জয় নামের ওই ব্যক্তি ফোন করে লোকজন ঢেকে এনে বাস থামিয়ে তাদের ওপর হামলা চালায়।
আরেক শিক্ষার্থী মোহাম্মদ আবুবকর বলেন, বাসের সিটে বসাকে কেন্দ্র করে প্রথমে এক মেয়ের পরিবারের সাথে ঝগড়া করে ফয়সাল আহমেদ জয় নামের ওই ব্যক্তি। পরে মেয়েকে হেনস্তাও করেন। কিন্তু বিষয়টি দেখেও যাত্রীরা প্রতিবাদ করার সাহস না পাওয়ায় আমার দুই বন্ধু প্রতিবাদ করি। এতে সে আমাদের ওপর চড়াও হয়।
পরে বাসের যাত্রীরা বিষয়টি মীমাংসা করে দেন। কিন্তু আমাদের অজান্তেই জয় মোবাইল ফোনে যোগাযোগ করে আগে থেকেই লোক দাঁড় করিয়ে রাখেন। বাসটি বাবুবাজার সেতুতে পৌঁছালেই জয়ের নেতৃত্বে আট-দশজন লোক বাসে উঠে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমরা গুরুতর আহত হলে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে চিকিৎসা নেই।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তারা জানান।