Barcelona Football Team - বার্সেলোনা ফুটবল টিম

বার্সেলোনার বছর শুরু জয়ের মাধ্যমে

খেলা

জয় দিয়ে বছর শুরু করেছে বার্সেলোনা। রোববার রাতে মায়োর্কার মাঠে ১-০ ব্যবধানে জিতেছে কাতালান ক্লাবটি। জাভি হার্নান্দেজের দল জিতেছে লুক ডি ইয়ংয়ের গোলে। ৪৪ মিনিটে বার্সাকে এগিয়ে নেন ডাচ ফরোয়ার্ড। এই লিড আগলে রেখেই জয়ের দেখা পায় অতিথিরা। 

এই জয়ে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের পঞ্চম স্থানে রয়েছে বার্সা। একই রাতে একই মঞ্চে সেল্টা ভিগোর কাছে ২-০ গোলে হেরেছে রিয়াল বেটিস। বার্সার সমান ম্যাচ খেলে ৩৩ পয়েন্টে তিনে রয়েছে দলটি। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ ওয়ান্দা মেট্রোপলিটানোতে রায়ো ভায়োকানোকে ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

২০তম রাউন্ডের খেলা শেষে ৪৬ পয়েন্ট নিয়ে স্প্যানিশ টপ-ফ্লাইটে শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে স্টামফোর্ড ব্রিজে চেলসি-লিভারপুলের ‘হাইভোল্টেজ’ প্রিমিয়ার লিগ ম্যাচে জেতেনি কোনো দল। ড্র করেছে ২-২ ব্যবধানে। 

এই হোঁচটে লিগ টেবিলে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে চেলসি (৪৩ পয়েন্ট) এবং লিভারপুল (৪২)।