Bangladesh Women cricket team - বাংলাদেশ নারী ক্রিকেট দল

পাকিস্তানকে হারালো বাংলাদেশ নারী ক্রিকেট দল

খেলা

মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে দুই বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় টিম বাংলাদেশ।

রোববার (২১ নভেম্বর) জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান।

এর আগে, টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টার্গেট তাড়া করতে নেমে ১০ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ফারজানা হককে সঙ্গে নিয়ে ৭০ রানের জুটি গড়েন ওপেনার শারমিন আক্তার।  

দলের জয়ে ৪৪ বলে ৬টি চারের সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন রুমানা আহমেদ। মাত্র ১৩ বল খেলে ২টি চারের সাহায্যে ১৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন।

খেলার সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ৫০ ওভারে ২০১/৭ রান (নিদা দার ৮৭, আলেয়া রিয়াজ ৬১, মুবিন আলী ২২; নাহিদা আক্তার ২/২৫, রিতু মনি ২/৩৬)।

বাংলাদেশ : 
৪৯.৪ ওভারে ২০২/৭ রান (রুমানা আহমেদ ৫০*, ফারজানা হক ৪৫, রিতু মনি ৩৩, শারমিন আক্তার ৩১, সালমা খাতুন ১৮*)।

প্লেয়ার অব দ্য ম্যাচ রুমানা আহমেদ।